
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: মানুষ চায় বেঁচে থাকতে। মৃত্যুর পরে কী হবে তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। এবার সন্ধান মিলল এমন এক ব্যক্তির যিনি মারা গিয়ে আবার বেঁচে উঠেছেন। কীভাবে? জানা গিয়েছে, তিনি মাত্র তিন মিনিটের জন্য মারা গিয়েছিলেন। কাছ থেকে অনুভব করেছেন নরককে। শুনে আজব মনে হলেও এটাই ঘটেছে বাস্তবে।
মৃত্যু নিয়ে নানা কথা শোনা যায়। কেউ বলেন, এর পরের অভিজ্ঞতা ভয়ঙ্কর। আবার কারও বক্তব্য তিনি সাক্ষাৎ যমকে দেখেছেন। আবার কেউ বলেন, অতীতে ঘটা কোনও খারাপ অভিজ্ঞতার কথা সেইসময় মনে পড়ে যায়। এবার এক ভিন্ন অভি়জ্ঞতার কথাও সামনে এসেছে।
ঠিক কী ঘটেছিল? যে ব্যক্তি মারা গিয়েছিলেন তার এক বন্ধু গোটা বিষয়টি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন। ওই ব্যক্তির শরীরে অতিরিক্ত ওষুধ যাওয়ায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়ার সময় আচমকাই তাঁর হৃৎপিন্ড বন্ধ হয়ে যায়। সেখানে উপস্থিত ডাক্তারেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তারপর কাটেনি তিন মিনিটও। তারই মধ্যে বেঁচে উঠলেন ওই ব্যক্তি। কী অনুভূত হয়েছিল সেই তিন মিনিটে। জানা গিয়েছে, বরফ ঠান্ডা জলে ডুবে গেলে কোনও মানুষের যেমন অনুভূতি হয় ঠিক তেমনই মনে হয়েছিল তাঁর। মনে হচ্ছিল কোথাও যেন তলিয়ে যাচ্ছিলেন তিনি। শুধু মনে হচ্ছিল অতল গহ্বরে তিনি ক্রমশ এগিয়ে যাচ্ছেন। জানা গিয়েছে, হাসপাতালে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠার পর বহুক্ষণ তাঁর স্বাভাবিক হতে সময় লেগেছিল। এইভাবে বেঁচে ফেরার পর তার জীবনে অনেক পরিবর্তন আসে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে ওঠে পোস্টটি। সেখানে একজন কমেন্ট করেছেন, এই ঘটনা তাঁর মায়ের স্বপ্নের কথা মনে করিয়ে দেয়। সেই গল্প তাঁর মা ছোটবেলায় করেছিলেন। তিনি দেখেছিলেন, হঠাৎ করেই ঘরে আগুন জ্বলছে আর আশপাশের লোকেরা চিৎকার করছেন। এরপর তিনি হঠাৎই ঘুম ভেঙে জেগে ওঠেন। দেখেন তাঁর চোখের সামনে থেকে সবকিছু অদৃশ্য হয়ে যাচ্ছে। এরপর থেকেই তার জীবনে আমূল পরিবর্তন আসে। আরেক ব্যবহারকারী জানিয়েছেন, অন্ধকারে একা এবং নির্জনতার অনুভূতি পেয়েছেন ওই ব্যক্তি। এমনই এক অন্ধকার যেখানে কোনও শয়তান নির্যাতন করছে না। শুধু নিঃস্তব্ধতা।
রাজা, সম্রাট, ছত্রপতি, নবাব, বাদশাহ-র মধ্যে পার্থক্য কী? জেনে নিন
ভারত-পাক উত্তাপে জাফরানের রেকর্ড দাম বৃদ্ধি, এক কেজির দাম পাঁচ লক্ষ!
কাঁপছে ইসলামাবাদ, ভারতের হাত থেকে রক্ষায় এবার রাজস্থান সীমান্তে ঘুঁটি সাজাচ্ছে পাক বাহিনী
‘সকলকে বেছে বেছে জবাব দেওয়া হবে’, পহেলগাঁও কাণ্ডে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ, কড়া হুঙ্কার
যদ্ধের আবহে ভারতীয় শিখ সেনাদের তাতাতে মরিয়া প্রয়াস খালিস্তানি পান্নুর, পাকিস্তানকে সহায়তার ঘোষণা
দাড়ির জন্য ডিভোর্স! মীরাটে দেওরকে নিয়ে চম্পট দিল বৌদি!
দিল্লির সাতটি মুঘল স্মারকে অবৈধ দখল: তথ্যের অধিকার আইন
‘চুল ছুঁয়ে বেরিয়ে গেল গুলি’, পহেলগাঁওয়ে বেঁচে গিয়েছেন এক চুলের জন্য, সামনে এল শিউরে ওঠা কাহিনি
স্বচ্ছ ভারত মিশনের দশ বছরে, নিকাশী শ্রমিকদের জন্য নিরাপত্তা ও সম্মান এখনো অধরা
গুগল ম্যাপের বিভ্রাটের কারণে ভাঙতে বসেছিল বিয়ে, ঘটনা শুনলে অবাক হবেন আপনিও